সহযোগিতা চায় ফেনীর ফুলগাজীর অসহায় বেলাল

মশি উদ দৌলা রুবেল, ফেনী প্রতিনিধি  | ১৭ নভেম্বর ২০২৩, ১৭:৪১

সহযোগিতা চায় ফেনীর ফুলগাজীর অসহায় বেলাল
সহযোগিতা চায় ফেনীর ফুলগাজীর অসহায় বেলাল।
বেলালের ঘর কি হবেনা! আমরা কি পারিনা বেলালের ঘরের জন্য সহযোগিতা করতে। ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের কিছমত ঘনিয়ামোড়া গ্রামের ৬০ বছর বয়সী দরিদ্র রিকসা চালক বেলাল হোসেন।
 
ফেনী মুহুরী নদীর বেড়িবাঁধের পাঁশে এক ছেলে এক মেয়ে নিয়ে বসবাস করতেন তিনি।গত ২০২০ সালের ১৩ জুলাই মুহরি নদীর বাঁধ ভেঙ্গে তার ঘরটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। সেই থেকে তিনি উদবাস্তু ছিলেন। গত কয়েকমাস আগে স্থানীয় বৈরাগপুর মাদ্রাসার হুজুর মোশাররফ হোসেন শাহিনের উদ্যোগে সবার সহযোগিতায় বেলালের নতুন ঘর নির্মাণ শুরু হয়।
 
প্রায় অর্ধ লক্ষ টাকা ব্যায়ে তার ঘরের কাজ প্রায় শেষের পথে। এখনো প্রয়োজন কয়েক বান ঢেউটিন। আপনাদের সহযোগিতা পেলে অসহায় দরিদ্র বেলালের ঘর নির্মাণ কাজ শেষ হবে। তার ঘরের জন্য সহযোগিতা করতে তিনি সমাজের বিওবান মানুষের সহায়তা কামনা করেন। 
 


আপনার মূল্যবান মতামত দিন: