
ফেনীতে তফসিল বিরোধী মিছিলে হামলায় বাসদের ১০ নেতাকর্মী আহত।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ফেনীতে বাসদের মশাল মিছিলে অতর্কিত হামলা চালানো হয় এতে বাসদের ১০ জন নেতাকর্মী আহত।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখান করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফেনী ট্রাংক রোডে মিছিল করে বাসদ, বাসদের মশাল মিছিলে অতর্কিত হামলা চালানো হয় এতে বাসদের নেতাকর্মীরা আহত হন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বাসদের শান্তিপ্রিয় কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ ফেনী শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাসদ।
এতে হামলায় সাথে জড়িতদের আইনের আওতায় আনতে প্রসাশনের প্রতি আহবান জানানো হয়। এবং আবারও নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিল বাতিল করতে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে সরকারকে আহবান জানান।
আপনার মূল্যবান মতামত দিন: