মাদারিপুরে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ  আন্তঃজেলা চারজন আটক 

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধি | ১৬ নভেম্বর ২০২৩, ১৮:১১

মাদারিপুরে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ  আন্তঃজেলা চারজন আটক 
মাদারীপুরের ঘটকচরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা চার জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
বুধবার (১৫ নভেম্বর) রাতে সদর উপজেলার ঘটকচর এলাকা হইতে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার এক প্রেস রিলিজের মাধ্যমে ঘটনাটি জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান।
 
গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার রাহুত পাড়া এলাকার নারায়ণ চন্দ্র দে'র ছেলে সজয় দে, (৩৫)শরীয়তপুর জেলার সখিপুর থানার জালালপুর এলাকার আমির হোসেন গাছা'র ছেলে লিটন গাছা,(৩৮) তারাবুনিয়া এলাকার মোহাম্মদ আলী চৌকিদারের ছেলে বাসেত চৌকিদার (৩২)ও রংপুর জেলার বদরগঞ্জ থানার রোস্তামাদ এলাকার মকবুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন(৩০)।
 
গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার এসআই রায়হান সিদ্দিকী শামীমের নেতৃত্বে অবৈধ মাদক, অস্ত্র ও নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘটকচর এলাকায় আব্দুর রব হাওলাদারের বাগানে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
 
এসময় তাদের কাছে থেকে ১টি লোহার কাটার, একটি স্লাই রেঞ্জ, একটি রাম দা, একটি ছ্যান দা উদ্ধার করা হয়।
 
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হাসানুজ্জামান জানান, আটককৃত চারজন বিভিন্ন জেলায় বাসিন্দা। এরা বিভিন্ন জেলায় ঘুরে ডাকাতি করে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: