তফসিল ঘোষণার পরপরই গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ রেলপথে আগুন

আল সাদি, গাজীপুর প্রতিনিধি | ১৬ নভেম্বর ২০২৩, ০০:২৪

তফসিল ঘোষণার পরপরই গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ রেলপথে আগুন

গাজীপুর মহানগরের সদর থানার ভুরুলিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের রেলব্রিজের ওপর টায়ার ও বাঁশ জ্বালিয়ে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। তবে আগুনের ঘটনায় রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

বুধবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় তারা অবরোধের পক্ষে স্লোগান দিয়ে দ্রুত সরে পড়ে। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী জানান, আশপাশ থেকে ময়লা আবর্জনা এনে রেললাইনের ওপর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সাথে সাথে স্থানীয়রা নিভিয়ে ফেলেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সন্ধ্যায় তফসিল ঘোষণার পর বিএনপি-জামায়াতের ১০ থেকে ১২ জন নেতাকর্মী ঢাকা-ময়মনসিংহ রেলপথের ভুরুলিয়া এলাকায় রেলব্রিজে আসে। এ সময় তারা ব্রিজের ওপরই টায়ার ও বাঁশে আগুন ধরিয়ে দেয় এবং অবরোধের পক্ষে স্লোগান দিতে থাকে। খবর পেয়ে গাজীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু এর আগেই অবরোধকারীরা পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন আহম্মেদ বলেন, ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ভুরুলিয়া এলাকায় রেললাইনে আশপাশ থেকে বাঁশ, কাঠ ও আর্বজনা এনে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। সাথে সাথেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাটি তেমন বড় নয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন লাগানো আবর্জনা সরিয়ে ফেলা হয়েছে। কারা এটি করেছে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: