টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা

টাঙ্গাইল প্রতিনিধি | ১৫ নভেম্বর ২০২৩, ২০:১৩

টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা
টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মশালা করা হয়েছে। আইএফআইসি ব্যাংক টাঙ্গাইল শাখার আয়োজনে মঙ্গলবার শহরের একটি পার্টি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়। 
 
‘আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষৎ’ এই স্লোগানকে সামনে নিয়ে ব্যাংকের সামাজিক কার্যক্রম এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আর্থিক বিষয় নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নারী উদ্যোক্তাদের নিয়ে  উইমেন ব্যাংকিং ও আর্থিক সাক্ষরতা কর্মশালা করা হয়।
 
কর্মশালায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহনের প্রয়োজনীয়তা ও তাদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়।
 
উক্ত কর্মশালায় বিভিন্ন পর্যায়ের সরকারী ও বেসরকারী কর্মকর্তাবৃন্দ, টাঙ্গাইলের বিভিন্ন পর্যায়ের প্রায় ৭০ জন নারী উদ্যোক্তাগণ ও ব্যাংকের অফিসারবৃন্দ অংশগ্রহন করেন।


আপনার মূল্যবান মতামত দিন: