শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইলিশায় রিছিলের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) বিকেলে নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষ মেঘমালায় এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল, সিনিয়র সাংবাদিক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এমএ. হাকাম হীরা, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ছামেদুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলো প্রতিনিধি আবদুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক ও বাংলার কাগজের সম্পাদক মনিরুল ইসলাম মনির, সিনিয়র সহ- সভাপতি ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু, প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক ও নয়া দিগন্ত প্রতিনিধি আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক ও দেশের কন্ঠ পত্রিকার প্রতিনিধি জাফর আহমেদ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সংগ্রাম পত্রিকার প্রতিনিধি আল হেলাল, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি এম. সুরুজ্জামান, দৈনিক সকালের সময় প্রতিনিধি হারুন অর রশিদ, দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি আমিরুল ইসলাম, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মিজান শেখ, আজকের পত্রিকার প্রতিনিধি অভিজিৎ সাহা, দৈনিক দেশের পত্র প্রতিনিধি দৌলত হোসাইন, আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি রকিবুল ইসলাম, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মেহেদী হাসান সাকিব, দৈনিক গনমুক্তি প্রতিনিধি আজিনুর রহমান, পত্রিকা ৭১ প্রতিনিধি মনোয়ার হোসাইন, দৈনিক লাল সবুজের দেশ প্রতিনিধি রবিউল ইসলাম মন্ডল, দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি পুলক রায় প্রমুখ।
এসময় উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সাংবাদিকদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস এবং সর্বক্ষেত্রে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইলিশায় রিছিল।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: