ফেনীর দাগনভুঞায় মোবাইল কোর্টের অভিযান

মশি উদ দৌলা রুবেল, ফেনী প্রতিনিধি  | ১৫ নভেম্বর ২০২৩, ২০:৪৩

ফেনীর দাগনভুঞায় মোবাইল কোর্টের অভিযান
ফেনীর দাগনভুঞা উপজেলায় উপজেলা প্রশাসন দাগনভূঞা ও বিএসটিআই জেলা অফিস কুমিল্লা এর সমন্বয়ে এবং দাগনভূঞা থানা পুলিশের সহযোগীতায়  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
 
ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ফাজিলেরঘাট বাজার এলাকায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
 
মোবাইল কোর্টে মায়ের দোয়া ফুড, ফাজিলেরঘাট বাজার, দাগনভূঞা, ফেনী প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের গুনগত মান যাচাই পূর্বক সিএম লাইসেন্স গ্রহণ না করেই করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদন, বিক্রিয়/বিতরণ করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ১৫ ধারা লংঘনের দায়ে অভিযোগ দাখিল করা হয়।
 
পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী আদালত, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ১৫ ধারা লংঘনের দায়ে ২৭ ধারা মোতাবেক ৪০,০০০/- অর্থদন্ড প্রদান করেন।
 
কারখানাটির পরিবেশ মানসম্পন্ন করে দ্রুত বিএসটিআই লাইসেন্স গ্রহনের জন্য আদালত তাগাদা প্রদান করেন। মোবাইল কোর্ট এর দায়িত্ব পালন করেন কাজী মোঃ শাহান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, কুমিল্লা। জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে বিএসটিআই সুত্রে জানানো হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: