কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পূজা উদযাপন পরিষদ ও সনাতন বিদ্যার্থী সংসদ কর্তৃক হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দিপাবলি উদযাপন করা হয়েছে।
১২ নভেম্বর (রবিবার) বিকাল ৪ টার দিকে 'সনাতন বিদ্যার্থী সংসদ' কর্তৃক র্যালি এবং পরবর্তীতে সন্ধ্যায় 'পূজা উদযাপন পরিষদ' কর্তৃক বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, 'বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বসবাস করে এবং এখানে পূজা ও রোজা একাসাথে পালিত হয় যার উদাহরণ আজকের এই দিপাবলী।'
তিনি আরও বলেন,দিপাবলি হলো আলোর মাধ্যমে অন্ধকার দূর করা। জ্ঞান হলো এক প্রকার আলো যা বিশ্ববিদ্যালয়গুলো প্রদান করে
সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি অজয় চন্দ্র বর্মন বলেন, 'বিগত বছরগুলোতে আমাদের পূজা উদযাপন পরিষদ দিপাবলি ও অন্যান্য সকল পূজা উদযাপন করে আসছে। এই প্রথম আমরা সনাতন বিদ্যার্থী সংসদ( এসবিএস) দিপাবলি উদযাপন করছি।ভবিষ্যতে আমাদের কাজ হবে সনাতনী শিক্ষার্থীদের ধর্মীয় বই সেমিনারের মাধ্যমে ধর্ম সম্পর্কে অবহিত করা।'
তিনি আরও বলেন, 'তাছাড়া পূজা উদযাপন পরিষদ ও সনাতন বিদ্যার্থী সংসদ উভয় সনাতনীদের নিয়ে কাজ করে । আমরা সনাতনী বিদ্যার্থী সংসদ শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও এসব বিষয়ে গুরুত্ব দিয়ে থাকি।'
পূজা উদযাপন পরিষদের সভাপতি ধ্রুব বিশ্বাস বলেন, 'আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদ প্রতিবছর শ্যামাপূজার দিনে দিপাবলী উদযাপন করে থাকি। এই বছরও আমরা মুক্তমঞ্চে দিপাবলির আয়োজন করেছি। এই বিষয়ে প্রশাসন আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা প্রদান করেছে।'
তিনি আরও বলেন, 'আমরা দিপাবলি পালন করি মনের অন্ধকার দূর করার জন্য। আমরা বিশ্বাস করি দীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মানুষের মনের অন্ধকার দূর হয়ে সমাজের অন্যায় - অত্যাচার দূর হবে এবং মানুষ শুভ কাজের প্রতি মনোনিবেশ করবে ফলে সমাজে শান্তি ফিরে আসবে।'
উল্লেখ্য, হিন্দু পুরাণ মতে দেবী কালী—দুর্গারই একটি রূপ। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালীপূজার মাহাত্ম্য। কালীদেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডি, ভদ্রাকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: