আমরা কারো হুঙ্কার-চোখ রাঙানিকে ভয় করি না : চেয়ারম্যান জুলহাস উদ্দিন

মো. সাইফুল ইসলাম | ১১ নভেম্বর ২০২৩, ২১:৫৩

চেয়ারম্যান জুলহাস উদ্দিন

সাইফুল ইসলাম: টাঙ্গাইলের মধুপুরের ৩ নং বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিন বলেছেন, আমরা উড়ে এসে জুড়ে বসি নাই। আমাদের যতই আঘাত আসুক না কেন, যে যতো হুঙ্কার-ই প্রদান করুক না কেন, আমরা কারো হুঙ্কারকে ভয় করি না। কারো চোখ রাঙানিকে ভয় করিনা।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মধুপুরের বেরীবাইদ ইউনিয়নে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান জুলহাস উদ্দিন বলেছেন, আমরা এদেশে জন্ম নিয়েছি, একসাথে দল করেছি। কিন্তু সম্প্রতি ক্ষণিকের জন্য কিছু বাধা-বিঘ্ন সৃষ্টি হয়েছে। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, কেউ কাদা ছুড়াছুড়ি করবেন না। কারণ আমরা একসাথে রাজনীতি করেছি, ইনশাআল্লাহ আবারও করবো।

বেরীবাইদ ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা একই ইউনিয়নের বাসিন্দা। আপনারা কোনোদিন এক ভাই আরেক ভাইকে কষ্ট দিয়ে কিছু বলবেন না।আমরা একসাথে মিলেমিশে শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে চাই। জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে চাই।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। বেরীবাইদ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা এ সময় অংশ নেন।



আপনার মূল্যবান মতামত দিন: