মহান জাতীয় সংসদের উপনেতা, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি তার নির্বাচনী এলাকা শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) একদিনের সফরে আসছেন।
সংসদ উপনেতার সফরসূচি অনুযায়ী জানা গেছে, তিনি শনিবার (১১ নভেম্বর) বিকেল ৩ টায় রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্স হতে সড়ক পথে নকলার উদ্দেশ্যে রওনা হয়ে নকলা পৌছাবেন পরে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মুনসুর আলীর নকলা পৌরসভাধীন জালালাপুর এলাকাস্থ বাসায় রাত্রিযাপন করবেন।
রোববার (১২ নভেম্বর) সকাল থেকে তাঁর নির্বাচনী এলাকা নালিতাবাড়ী ও নকলা উপজেলার সকল মাধ্যমিক, নিন্ম মাধ্যমিক ও সমমান দাখিল মাদরাসার ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর মেধাক্রমানুসারে প্রথম ষোল জনের মাঝে আর্থিক প্রণোদনা এবং তালিকাভূক্ত কবরস্থান সমূহের মাটি ভরাটের জন্য ও শ্বশানের জন্য ঐচ্ছিক তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করবেন। পাশাপাশি দুই উপজেলার কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করবেন জাতীয় সংসদের উপনেতা, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি।
এসময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কবরস্থান ও শ্বশান পরিচালনা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকগনসহ বিভিন্ন শ্রেণীপেশার জনগন উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা এবং কবরস্থান ও শ্বশানের জন্য আর্থিক অনুদান প্রদান শেষে রবিবার বিকেলে নকলা হতে সড়ক পথে রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্সের উদ্দেশ্যে যাত্রা করবেন।
আপনার মূল্যবান মতামত দিন: