দেশব্যাপী বিএনপি, জামাতের অবৈধ ৩য় দফা অবরোধ কর্মসূচি বিরুদ্ধে ষষ্ঠ দিন শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অবৈধ অবরোধ কর্মসূচির প্রতিবাদে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে আলম এশিয়া বাসস্ট্যান্ডে এই প্রতিবাদ সভা করে।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিঃ সহ সভাপতি এডঃ আব্দুর রাজ্জাক, অধ্যাপক আবুল হোসাইন, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, তোফাজ্জল হোসেন খান, আঃলীগ নেতা এটিএম মহসিন শামীম, এসএম ইব্রাহিম, কামরুজ্জামান দুলাল, দেওখোলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন,
আব্দুস সালাম,মোঃ নজরুল ইসলাম,যুবলীগের যুগ্ম আহবায়ক মঞ্জুরুল হক রাসেল, তাতীলীগের আহবায়ক চান মিয়া,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন রতন দে, জাহাঙ্গীর আলম,ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন আরিফ প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এমপি যে কেউ হোক আমাদের কোন অসুবিধা নেই।বিএনপি জামাত ইসরায়েলী কায়দায় হাসপাতালে হামলা অগ্নিসংযোগ করেছে। বিএনপি জামাত সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। মানুষের ক্ষতি করছে।
তিনি আরো বলেন, বাংলাদেশে রাজনীতি করার অধিকার সবার আছে। নির্বাচন এসেছে প্রতিদ্বন্ধিতা করুন। নির্বাচনে না এলে ঘরে বসে থাকুন। রাস্তায় জনগণের ক্ষতির চেষ্টা করবেন না। যদি বিশৃঙ্খলা সৃষ্টি, জনগণের জানমালের ক্ষয়ক্ষতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, তাহলে আপনারা ঘরে থাকতে পারবেন না।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: