বিএনপি জামাতের আন্দোলনকে প্রত্যাখ্যান করেছে : এড: ইমদাদুল হক সেলিম

রতন আহামেদ, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি | ৬ নভেম্বর ২০২৩, ১৮:০৮

বিএনপি জামাতের আন্দোলনকে প্রত্যাখ্যান করেছে : এড: ইমদাদুল হক সেলিম

দায়িত্বরত পুলিশ, নিরীহ মানুষ হত্যা, জ্বালাও, পোড়াও, আগুন সন্ত্রাস ও অবৈধ অবরোধ কর্মসূচির প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ সোমবার (৬ নভেম্বর) উপজেলা সদরের আলম এশিয়া বাসস্ট্যান্ডে এই প্রতিবাদ সভা করে। বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডঃ আঃ রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া,ময়েজ উদ্দিন তরফদার,অধ্যাপক আবুল হোসাইন, আওয়ামীলীগ নেতা এটিএম মহসীন শামীম, সাইফুল ইসলাম,মোঃ নজরুল,আব্দুল বারেক,যুবলীগের মঞ্জুরুল হক রাসেল, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুজন রতন দে,জাহাঙ্গীর আলম প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন,নেতা ছাড়া আন্দোলন হলো গায়েবী আন্দোলন।বিএনপি জামাতের আন্দোলনকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি-জামাত বেশি অগ্নি সন্ত্রাস চালু করেছে। সন্ত্রাসের রাজত্ব কায়েম করবেন না।আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কেনা যায় না। নৌকার মনোনয়ন চাইতে হলে আওয়ামী লীগের সাথে থাকতে হবে। শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন।কানা খুঁড়া নেংরা যাকেই মনোনয়ন দিব তার কাজই করতে হবে।উপজেলা আওয়ামীলীগকে না মানলে নৌকার মনোনয়ন পাবেন না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এ দেশের উন্নয়ন অগ্রগতির একমাত্র বাতিঘর। প্রধানমন্ত্রী এ দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে চান এটা তাদের প্রতিহত করতে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন,আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে। বিএনপি জামাতকে কোন সার দেওয়া হবে না।বিএনপি-জামায়াতের সহ্য হয় না। অপশক্তি চক্র বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।



আপনার মূল্যবান মতামত দিন: