আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের সকল সরকারি ভাতা ভোগীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার চরপুটিমারি ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে ভাতাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে চরপুটিমারি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো:শামসুজ্জামান (সুরুজ)মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর ২ আসনের সাংসদ ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব মো: ফরিদুল হক খান খান(দুলাল) এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড.আব্দুস সালাম,উপজেলা নির্বাহী অফিসার মো: সিরাজুল ইসলাম, সমাজসেবা অফিসার রুহুল আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মো: মাহবুবুল আলম তরফদার, উপজেলা আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন শাহ, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ শ্রী.সুমন তালুকদার সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে। দ্রুত অগ্রসরমান এই উন্নয়ন দেশের সকল জনগোষ্ঠিকে সাথে নিয়ে। অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়েছে। প্রধানমন্ত্রী অসহায় মানুষের কথা চিন্তা করে দেশে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, শিশু ভাতাসহ অসংখ্যক মানুষকে ভাতা প্রদানকরেছেন। ফলে বৃদ্ধ বয়সে ঘরে বসে মোবাইলে ভাতা পাচ্ছে।
উক্ত মতবিনিময় পরিচালনা করেন চরপুটিমারি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী.আব্দুস সামাদ।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: