শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের বদলীজনিত কারনে বিদায় সংবর্ধনা দিয়েছে বারমারী সাধুলিওর খ্রিষ্টধর্ম পল্লী কর্তৃপক্ষ।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে ধর্মপল্লী প্রাঙ্গণে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন প্যারিস কাউন্সিলের পাল পুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী। এসময় উপস্থিত ছিলেন ওই প্যারিস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সুচিত্রা চিছাম, জেনারেল সেক্রেটারী ফ্রান্সিস চাম্বুগং, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের কোষাধক্ষ লিটন ডেভিড হাজং, সেন্ট লিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও গ্রাম্য মাতাব্বরগণ। প্যারিস কাউন্সিলের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিষ্টফার হিমেল রিছিলের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভ কামনা জ্ঞাপন করা হয়।
পরে বিদায়ী ইউএনও বারমারী বালক বালিকা অনাথ আশ্রমের ছেলে মেয়েদের জন্য দুটি ফুটবল ও বারমারী শিল্পী গোষ্ঠীর জন্য বাদ্যযন্ত্র এবং পোশাক উপহার হিসেবে প্রদান করেন।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: