ঠাকুরগাঁওয়ে তৃণমূল নারীদের সচেতনতায় উঠান বৈঠক 

আনোয়ার হোসেন আকাশ, | ৪ নভেম্বর ২০২৩, ২০:০৮

ঠাকুরগাঁওয়ে তৃণমূল নারীদের সচেতনতায় উঠান বৈঠক 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের তৃণমূল নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  
 
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের ছোট খোঁচাবাড়ি এলাকায় এই উঠান বৈঠকটি হয়।
 
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রত্না সিনহা। 
 
নারী নেত্রী রত্না সিনহা বলেন,  আওয়ামী লীগ সরকার মানেই তৃণমূল মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া। এই সরকারের মাধ্যমে শহর থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে উন্নয়ন পৌঁছে গেছে। সেই সাথে মানুষের জীবনমানেরও উন্নতি হয়েছে। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীককে বিজয়ী করার মাধ্যমে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকার গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 
 
উঠান বৈঠকে তৃণমূল পর্যায়ের অসংখ্য নারী অংশগ্রহণ করেন।  
 
এছাড়াও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রত্না সিনহা নারীদের সচেতনতা বৃদ্ধি করতে সরকারের উন্নয়ন সহ সার্বিক বিষয়বস্তু উপস্থাপন করেন। 
 
উঠান বৈঠকে অংশগ্রহণকারী নারীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠা করার জন্য একত্রিত হয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
 


আপনার মূল্যবান মতামত দিন: