গাইবান্ধা-২: আ.লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের গণসংযোগ

সময় ট্রিবিউন | ৪ নভেম্বর ২০২৩, ১৯:২১

গাইবান্ধা-২: আ.লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের গণসংযোগ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা সদর-২ সংসদীয় আসনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জননেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক মন্ডল গাইবান্ধা সদর অন্তর্গত বিভিন্ন এলাকার বাজার ও ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে নির্বাচনী গণসংযোগের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার করেন।

 

এসময় তার সাথে বিভিন্ন অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ও বাজারে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণার সময় সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক ভিপি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক মন্ডল বলেন, “মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির বিষয়ে এবার আমি শতভাগ আশাবাদী। কারণ ছাত্রজীবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে আমি প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলাম। বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন: