
কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লার বিরুদ্ধে কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার হাওলাদার সহ ১০ জনকে পিটিয়ে আহতের অভিযোগ করেন মেয়র আনোয়ার হাওলাদার।
বৃহস্পতিবার (২ নভেম্বর) পর্যটন করপোরেশনের সামনে আওয়ামী লীগের শান্তি সমাবেশস্থলে ঘটনার উৎপত্তি। পরে রাত সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় এসি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লা, ও তার ছেলে মাসুদ মোল্লাসহ অন্তত ২০-৩০ জন হামলায় জড়িত বলে জানান মেয়র আনোয়ার হাওলাদার।
তিনি অভিযোগ করে বলেন, শান্তি সমাবেশে যোগ দেওয়াকে কেন্দ্র করে পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লার নেতৃত্বে মোল্লা বাহিনীর সদস্যরা আমাদের উপর হামলা চালায়। এতে আমিসহ আরও ১০ নেতাকর্মী গুরুত্বর আহত হয়েছি। আমার উপর হামলার বিষয় এমপি মহিবুর রহমান অবগত আছে। হামলার সময় বারেক মোল্লা বারবারই আওয়ামী লীগের সব প্রোগ্রাম বর্জন করতে বলেন। কিন্তু আমি শেখ হাসিনার নেতৃত্ব ভালো লাগায় আমিসহ আমার অনুসারীরা আবুল হাসনাত আবদুল্লাহ সাহেবের হাত ধরে আওয়ামী লীগ যোগদান করি করি। বারেক মোল্লার কথায় আমি কেন দলীয় প্রোগ্রাম বর্জন করবো।
এ বিষয়ে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লা বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। দলের মধ্যে কোন কোন্দল নেই।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান জানান, ঘটনা স্থানে পুলিশ পাঠিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ বিষয়ে কোন পক্ষ লিখিত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: