প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত নরসিংদীর পাইকারি কাপড়ের বাজার শেখেরচরে (বাবুরহাট) রবিবার দিবাগত রাতে লাগা আগুন ভোরের দিকে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার রাত ১১টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পান তারা। কিছুক্ষণের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ভিতরে রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। ফলে আগুনের তীব্রতা বৃদ্ধি পেতে থাকে এবং আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আরও ১১টি ইউনিট কাজ করে।
সরজমিনে গিয়ে দেখা যায়, আগুনের হিংস্রতায় পুড়ে গেছে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। বনিক সমিতির গলিটি যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেকে সর্বত্র হারিয় ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে বিলাপ করতে দেখা যায়।
স্হানীয় সূত্রে জানা যায়, সাপ্তাহিক হাট শেষ করে প্রতিদিনের মত ব্যবসায়ীরা তাদের দোকান গুছিয়ে বাড়ি ফিরে। জনমানব শূন্য বাজারে রাত ১১টার শেখেরচর (বাবুর হাট) বনিক সমিতির গলিতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিভাবে এতবড় আগুন লাগলো তা বুঝে উঠতে পারছিনা। মূহুর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই শতাধিক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাড়কার হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্হ এক দোকানদার জানান, তিনি নিয়মিত সাপ্তাহিক হাট শেষ করে বাড়ি ফিরেন। দোকানে প্রায় ২৫-৩০ লাখ টাকার মাল ছিলো। আগুন লাগার খবর পেয়ে দ্রুত আসি। এসে দেখি আমার দোকানের সব মাল পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব। কিভাবে ব্যবসা ও সংসার চালাবো চিন্তা করে পারছিনা।
শেখেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, রবিবার ছিল হাটের শেষ দিন। প্রতি সপ্তাহের মতো ব্যবসা-বাণিজ্য শেষে ব্যবসায়ীরা মালপত্র গুছিয়ে বাড়ি ফিরেছিলেন। এরই মধ্যে এমন ঘটনা কীভাবে ঘটল, তা বোঝা যাচ্ছে না।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: