বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তৌফিক অপারেশন সন্ধান ও মা ইলিশ রক্ষা অভিযানের টহল দেওয়ার সময় ৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।
সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সুন্দরবন সংলগ্ন মান্দরবাড়িয়া দ্বীপের নিকটবর্তী এলাকা থেকে এ জেলেদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। আজ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
উল্লেখ্য, গত শনিবার (২৮ অক্টোবর) সুন্দরবন সংলগ্ন মান্দরবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় জেলেদের বোটটি ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রনহীন ভাবে ভাসতে থাকে এবং এক পর্যায়ে ডুবে যায়। পরবর্তীতে জেলেরা উত্তর মান্দারবাড়িয়া দ্বীপে আশ্রয় গ্রহণ করে।
বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তৌফিক কর্তৃক উদ্ধারকৃত জেলেদের খাবার ও প্রাথামিক চিকিৎসা দেয়া হয়। উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রয়াধীন রয়েছে।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: