মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ

টাঙ্গাইল প্রতিনিধি | ২৯ অক্টোবর ২০২৩, ১৮:৪৯

মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৩ তম  ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার সকালে ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহন ও কৃতি প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম।
 
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোঃ নজরুল ইসলাম এনডিসি, পুলিশ নারী কল্যাণ (পুনাক) এর সহ-সভানেত্রী মুনমুন আহসান, সমাজকল্যাণ সম্পাদিকা তৌহিদা রোখসানা নুপুর, পুলিশ ট্রেনিং সেন্টারের ডেপুটি কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলম, পুলিশ সুপার (প্রশাসন) জনাব আবু নাছের মোহাম্মদ খালেদ, পুলিশ সুপার (ট্রেনিং) জনাব আব্দুর রহিম শাহ চৌধুরী, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমুখ।
 
প্রধান অতিথি নবীন পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও একাগ্রতার সহিত অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া ও প্রধানমন্ত্রীর "স্মার্ট বাংলাদেশ" বিনির্মানে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। 
 
৫৩ তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজে  ৮৮০ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল তাদের প্রশিক্ষণ সম্পন্ন করে। 
 
কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের  মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন। 


আপনার মূল্যবান মতামত দিন: