কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হরতালবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) দুপুরে পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও মোড় থেকে একটি হরতাল বিরোধী মিছিল বের হয়ে পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন (কটিয়াদী- পাকুন্দিয়া) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য, পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সোহরাব উদ্দিন।
এ সময় সমাবেশ বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, শামসুদ্দোহা, ভিপি ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন আনার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন টিপু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে দেখে বিএনপি-জামায়াত গোষ্ঠী দিশেহারা হয়ে গেছে। তারা এখন দেলে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু করেছে। তারা ঢাকায় মহাসমাবেশের নামে পুলিশ হত্যা করেছে। হরতালের নামে সারাদেশে জ্বালাও-পোড়াও শুরু করেছে। কিন্তু দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।
সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মিনহাজুল হক খোকা।
সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, মহিলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আপনার মূল্যবান মতামত দিন: