কিশোরগঞ্জে দুর্নীতি দমন কমিশনের গণ শুনানী অনুষ্ঠিত

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ২৯ অক্টোবর ২০২৩, ১৯:১০

কিশোরগঞ্জে দুর্নীতি দমন কমিশনের গণ শুনানী অনুষ্ঠিত

রবিবার (২৯ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে দুর্নীতি রোধে এক গন শুনানী অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হল রুমে এই গন শুনানী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোঃ মাহাবুব হোসেন।

উক্ত গন শুনানী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক আবুল কালাম আজাদ।

এ সময় গন শুনানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, টি আই বির সভাপতি অধ্যক্ষ (অব:) রবীন্দ্রনাথ চৌধুরী, কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ সালাউদ্দিন।

গন শুনানীতে মোট ২৫ জন ভোক্তা ভোগী অংশ গ্রহণ করেন।গন শুনানী অনুষ্ঠানের প্রধান অতিথি ভোক্তা ভোগীদের বক্তব্য শুনেন এবং উল্লেখিত বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।



আপনার মূল্যবান মতামত দিন: