প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য ফিরে পেতে রোববার (২৯ অক্টোবর ) সকাল ১১ ঘটিকা থেকে দিনব্যাপী কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ও রাস্তা- ঘাটে ২৮- কুড়িগ্রাম -৪ এ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশের উদ্যোগে তালগাছ রোপন করা হয়েছে।
পাশাপাশি তালগাছের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে নেওয়া হয়েছে নানান উদ্যোগ।
এ সময় উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের ১ নং সাংগঠনিক সম্পাদক
আবুল হোসেন, রাজিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান এছাড়াও রাজিবপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমি কাজ করে যাচ্ছি।আমি সবসময় চেষ্টা করি এবং স্বপ্ন দেখি একটি সবুজ বাংলাদেশের।"
আপনার মূল্যবান মতামত দিন: