ফরিদপুরে  মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে উই প্রকল্পের নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনা সভা 

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ২৬ অক্টোবর ২০২৩, ১৯:৩৩

ফরিদপুরে  মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে উই প্রকল্পের নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনা সভা 
রিদপুরের  ভাঙ্গায় উই প্রকল্পের আওতায় সামাজিক ও আর্থসামাজিক  উন্নয়ন, ইভটিজিং,বাল্য বিবাহ ও নারীর ক্ষমতায়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
বৃহস্পতিবার  বিকেলে ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর অর্থায়নে এবং উলাসী সৃজনী সংঘ,বিকাশ বাংলাদেশ ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর বাস্তবায়নে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
 
উই প্রকল্পের উপজেলা সমম্বয়কারী মোঃ মোকলেসুর রহমানের সার্বিক তত্তাবধানে সুমি খাতুন কনার সঞ্চালনায় উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়শনের সভাপতি মোসাঃ মাবিয়া বেগমের সভাপতিত্বে এতে বিস্তারিত তুলে ধরেন উই প্রকল্পের জেলা সমম্বয়কারী আজিম উদ্দিন।
 
এ সময় বক্তারা নারীর ক্ষমতায়ন, ইভটিজিং,বাল্য বিবাহ,মাদক সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।সভায় বক্তব্য রাখেন ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু ইউসুফ মৃধা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সেলিম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড,এস,আই অপূর্ব কুমার ও মাদ্রাসার শিক্ষার্থী প্রমুখ। 


আপনার মূল্যবান মতামত দিন: