গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতভিটা, আসবাবপত্র, গরু ও ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার গিদারি ইউনিয়নের হিন্দু পাড়ার নির্মল চন্দ্র এবং তার ভাই মনোরঞ্জন চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং গাইবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট অগ্নিকাণ্ডের স্থলে উপস্থিত হয়ে দ্রুত স্থানীয়দের সহায়তা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে সদর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নাসিম রেজা মিলু বলেন, 'পুজার ঘরে ধুপ জালাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে আগুন লাগে। সৃষ্ট আকষ্মিক অগ্নিকাণ্ডে ৪টি থাকার ঘর, গোয়াল ঘর, ১টি গরু, বাড়িতে এনে রাখা ব্যবসার নগদ ১ লাখ টাকা, আসবাব পত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে'।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: