নওগাঁয় বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ যুবক আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন | ২৪ অক্টোবর ২০২৩, ২১:২৮

নওগাঁয় বিপুল পরিমান টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ যুবক আটক
নওগাঁর বদলগাছী উপজেলার থুপশহর এলাকায় মঙ্গলবার পূর্বরাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ৭শ' ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জন যুবককে আটক করেছে র‍্যাব।
 
আটককৃত ৩ জন হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার থুপশহর গ্রামের আজাহার আলীর ছেলে সুমন হোসেন (২৬), ফেরদৌস হোসেনের ছেলে শয়ন হোসেন, ও মাহমুদপুর গ্রামের রাশেদুল হকের ছেলে আশিক আহমেদ।
 
সত্যতা নিশ্চিত করে র‍্যাব জানায়, আটককৃত সুমন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে শয়ন ও আশিকের মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায়  বিক্রি করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েক দিন ধরে র‍্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় থুপশহর নামক এলাকায় অভিযান চালিয়ে ৭শ' ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়।
 
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় মামলা দায়ের পূর্বক মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর