ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন: জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানীর জনসংযোগ ও পুজা মন্ডপ পরিদর্শন

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২৪ অক্টোবর ২০২৩, ১৭:০৪

ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচনঃ জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানীর জনসংযোগ ও পুজা মন্ডপ পরিদর্শন

আসন্ন ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল হামিদ ভাসানী আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় জনগণের কাছে ভোট চেয়ে জনসংযোগ করেন।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী ভোটারসহ জনগণের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। এ সময় তার সহকর্মী ও কর্মীবাহিনী 'লাঙ্গল' শ্লোগানে শ্লোগানে মাতিয়ে তুলেন।

পরে স্থানীয় আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রের শারদীয় দূর্গোৎসবের পুজা মন্ডপ পরিদর্শন শেষে জনগনের কাছে ভোট প্রার্থনা করেন।

ভাসানী  বক্তৃতায় বলেন, সরাইল ও আশুগঞ্জের আপামর জনগণের সার্বিক সহযোগিতা পেলে আর নির্বাচন যদি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হয় তবে আমি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি আপনাদের কাছে দোয়া চাই।

এসময় সরাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি সেলিম মিয়া, জাতীয় পার্টির আশুগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রাজু আহমেদ উজ্জ্বল, সজীব সূত্রধর, জহির সরকার,মোজাম্মেল মোবারক, খোকন, আনিসুর রহমান, হাজী রফিক মিয়া, আলাল মিয়া, শাহআলম মেম্বার,স্টালিন সরকার,জসিম উদ্দিন,সালাহউদ্দিন, মুজিবুর রহমান, মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: