২০৩০ সালের মধ্যে দেশে কালাজ্বর মুক্ত হবে : ডাঃ বিধান 

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ | ২৩ অক্টোবর ২০২৩, ১৭:৫৮

২০৩০ সালের মধ্যে দেশে কালাজ্বর মুক্ত হবে : ডাঃ বিধান 
এ এলাকায় সরকারের সার্বিক সহযোগিতা কালাজ্বর ইলিমিনেশন অর্জন করেছে। সোমবার (২৩ অক্টোবর) সকালে  ময়মনসিংহে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
 
ওরিয়েন্টেশনে ডাক্তার, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, সিএস সি পিদের সারবিলেন্স ওরিয়েন্টেশন করানো হয়।
 
এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ, সারভিলেন্স মেডিকেল অফিসার( WHO) ডাঃ আবু নাঈম,জুনিয়র কনসালটেন (অর্থোপেডিক) ডাঃনাজমুল হাসান, মেডিকেল অফিসার ডাঃ সেলিম রেজা,ডাঃমিরাজ উদ্দিন, ডা আনিয়া সুলআনা বিথী, ইনচার্জ আবদুল মান্নান, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই  জাহাঙ্গীর মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।
 
ডাঃ বিধান চন্দ্র দেবনাথ বলেন,আগামী  ২০৩০ সালের মধ্যে দেশে কালাজ্বর মুক্ত হবে।যেকোনো বয়সী ব্যক্তিই কালাজ্বরে আক্রান্ত হতে পারে। পরজিবী সংক্রামিত বেলে মাছির কামড়ে কালা জ্বর হয়। সঠিক চিকিৎসায় কালা জ্বর ভাল হয়।দ্রুত ও পূর্ণাঙ্গ চিকিৎসায় কালাজ্বরের মৃত্যু প্রতিহত করে।  


আপনার মূল্যবান মতামত দিন: