শ্রমিক বিক্ষোভে তীব্র যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

আল সাদি, গাজীপুর প্রতিনিধি | ২৩ অক্টোবর ২০২৩, ১৪:৪৬

শ্রমিক বিক্ষোভে তীব্র যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

বকেয়া বেতন ও বোনাসের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকেরা বিক্ষোভ করছে। এতে কোনাবাড়ী থেকে কালিয়াকৈর-সফিপুর সড়কে তীব্র যানযট সৃষ্টি হয়েছে।

আজ সোমবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। মহাসড়কে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ পরিদর্শক রেজাউল হক জানান, একাধিক পোষাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছে।

বকেয়া বেতন ও বোনাসের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকেরা বিক্ষোভ করছে।

শ্রমিকেরা জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় বকেয়া বেতন-বোনাস ও বেতন বাড়ানোর দাবিতে জুতা, ওষুধসহ তিনটি কারখানার শ্রমিকরা মিলিত হয়ে সকাল থেকে বিক্ষোভ শুরু করে।

শ্রমিক নেতা আমিনুল ইসলাম বলেন, এটা শ্রমিকদের আন্দোলন।তিনি বলেন, লগজ কারখানা, এ টি এস কারখানা ও পুরবানী নামক কারখানা শ্রমিকেরা তাদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আন্দোলন করছে।



আপনার মূল্যবান মতামত দিন: