শেরপুরে মোবাইল কোর্টে কুখ্যাত মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড

রাজন মিয়া, শেরপুর | ২২ অক্টোবর ২০২৩, ২২:৩৮

শেরপুরে মোবাইল কোর্টে কুখ্যাত মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড
শেরপুরে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোছা.নাছিমা আক্তার (৩০) মায়া নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যেমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
২২ অক্টোবর  (রবিবার) নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, শেরপুর এর যৌথ মাদকবিরোধী অভিযানে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও এ‌ক্সিকি‌উটিভ ম‌্যা‌জি‌স্ট্রেট খৃষ্টফার হি‌মেল রি‌ছিল এর নেতৃর্ত্বে গঠিত একটি রেইডিং টিম নালিতাবাড়ী থানাধীন বারোমারি আন্ধারুপাড়া অভিযান পরিচালনা করে একাধিক মাদক মামলার আসামী মোছাঃ নাছিমা আক্তার মায়া (৩০) কে ১০(দশ) পিচ ইয়াবা সহ আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০০/- টাকা  জরিমানা করে মাদক কারবারি নাছিমা আক্তার মায়া কে শেরপুর  জেলা কারাগারে পাঠানো হয়েছে। 
 
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), শেরপুর জেলা কার্যালয়, এর পরিদর্শক মোঃ এনামুল হক উক্ত মোবাইল কোর্টের প্রসিকিউশন দাখিল করেন।


আপনার মূল্যবান মতামত দিন: