ধর্ম যার যার, দেশটা সবার : এমপি নজরুল ইসলাম হিরো

আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি | ২২ অক্টোবর ২০২৩, ১০:২৪

ধর্ম যার যার, দেশটা সবার : এমপি নজরুল ইসলাম হিরো
ধর্ম যার যার দেশটা সবার। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপূজা। শারদীয় দূর্গাপূজায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সকলের সাথে আনন্দ ভাগাভাগি করতে আমরা এখানে উপস্থিত হয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী ছিলেন, তারই কন্যা শেখ হাসিনাও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সেজন্যই আজ সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে প্রিয় জন্মভূমিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। নরসিংদী পৌর পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজার মনিটরিং সেল ও বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতাকালে নরসিংদী সদর-১ আসনের সাংসদ মোহাম্মদ নজরুল ইসলাম হিরো বীর (প্রতীক) এমপি এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হলেও এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করতে হবে। 
 
শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী শহরের সেবা সংঘের মোড়ে পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় সাহা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব সাহা এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ ড. তাপস পাল। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্রের আহ্বায়ক ডা. আর.কে. মল্লিক, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সূর্য্যকান্ত দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি জ্যোতিরাম দাস, পরিমল চন্দ্র ঘোষ প্রমুখ।
 
এছাড়াও নরসিংদী পৌর, সদর উপজেলা ও মাধবদী পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন: