কলাপাড়ায় বিষধর রাসেল ভাইপার উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি | ১৯ অক্টোবর ২০২৩, ২১:৪৭

কলাপাড়ায় বিষধর রাসেল ভাইপার উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়ন থেকে আজ মহাবিপন্ন প্রজাতির একটি বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টার  দিকে সাপটিকে উদ্ধার করা হয়। সকালে ধুলাসার ইউপির ১নং ওয়ার্ডের একটি বসত বাড়ির বেড়ার জালে সাপটি প্যাঁচানো অবস্থায় দেখে বাড়ির লোকজন স্থানীয় এক সংবাদ কর্মীকে খবর দেয়।
 
প্রতিবেশীদের সহায়তায় সাপটি একটি পাত্রে বন্দি করা হয়। স্থানীয় সংবাদকর্মীর তথ্যের ভিত্তিতে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়ার শাখার টিম লিডার রাকায়েত আহসান'র নেতৃত্বে  সাপটিকে উদ্ধার করা হয়। 
 
পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান,  জানান, সাপটি লম্বায় প্রায় ৩ফুট ও ওজন প্রায় ৫০০ গ্রাম। দুপুর ৩টার দিকে সাপটিকে উদ্ধার করা হয়েছে।
 
এনিমেল লাভারস অফ পটুয়াখালী শাখার সদস্য বাইজিদ মুন্সী বলেন  বলেন, বাংলাদেশে যে সব সাপ দেখা যায় তারমধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষধর। এটি বর্তমানে মহাবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। আক্রমণের ক্ষিপ্র গতি ও বিষের তীব্রতার কারণে এই সাপকে কিলিং মিশন বলেও ডাকা হয়। এটি পরবর্তীতে গবেষণার জন্য চট্টগ্রামের ভেনাম রিসার্চ সেন্টার চট্টগ্রামে পাঠানো হবে। 
 


আপনার মূল্যবান মতামত দিন: