টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোর রিক্রুট ব্যাচ 'সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ' অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ' প্রতিষ্ঠানের শহীদ বীর উত্তম সিপাহী (জিডিএ) নুরুল হক প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।
এ সময় কুচকাওয়াজে আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াৎ হোসেন চৌধুরীসহ সেনাবাহিনীর অন্যন্য অফিসারবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি শুরুতেই প্যারেড রিভিউইং অফিসার হিসেবে সালাম গ্রহণ করেন।
এসময় সেনাবাহিনীর ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ আহমেদ আহসান, লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ উদ্দিন খানস প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। 'সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ' এ প্যারেড কমান্ডার ছিলেন মেজর কাজী আসিফুর রহমান।
শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে ৪৩৭ জন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে এএমসি কোরে নবীণ সৈনিক হিসেবে অন্তর্ভূক্ত হয়। এবছর ৩য় বারের মত এএমসি কোরে ৪৬ জন নারী রিক্রট যোগদান করেছে। এরআগে ২০১৪ সালে ১ হাজার জন নারী সৈনিক এবং ২০২২ সালে ৫১ জন নারী সৈনিক বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।
এবার রিক্রুট মাশরাফি রহমান শ্রেষ্ঠ রিক্রুট, রিক্রুট আরিফ চৌধুরী ২য় এবং রিক্রুট তানজিনা আক্তার তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: