নির্ধারিত সময়েই ভোট হবে, লড়াই করে জিতবো আমরাই : এমপি দবিরুল ইসলাম

মফস্বল ডেস্ক | ১৮ অক্টোবর ২০২৩, ২০:০৯

নির্ধারিত সময়েই ভোট হবে, লড়াই করে জিতবো আমরাই : এমপি দবিরুল ইসলাম

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: নির্বাচন কমিশনারের বেধে দেওয়া নির্ধারিত সময়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ভোটযুদ্ধে এবারও  লড়াই করে আমরাই (আওয়ামী লীগ) জিতবো বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. দবিরুল ইসলাম।

মঙ্গলবার রাত ৯টায় রাণীশংকৈল উপজেলার কাশিপুর বটতলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিশাল জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় এ মন্তব্য করেন।

তিনি বলেন, এত অল্প সময়ের আয়োজনে এ সভায় এতে মানুষের উপস্থিতি জানান দেয়, আওয়ামী লীগের প্রতি মানুষের ভালোবাসা কয়েকগুনে বেড়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এমপি দবিরুল ইসলাম আরও বলেন, ভোটের আগেই কাশিপুর ইউনিয়নের ৭০ শতাংশ রাস্তা পাকা করণ হয়ে যাবে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে এলাকার কোন রাস্তা কাঁচা থাকবে না। এ জন্য উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কায় সকলকে ভোট দিতে হবে।

জনসভায় অন্যানদের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, রাণীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মণ্ডল, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলী, রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি সদস্য আবু সালেহ প্রমুখ এতে বক্তব্য দেন।

এ সময় উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমিরুল ইসলাম সুমন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জিডিডিআআইডিপি প্রকল্পের আওতায় ২ হাজার ৫'শ মিটার গোয়ালিপাড়া-কাশিডাঙ্গা ভায়া বটতলী হাট রাস্তা পাকা রাস্তকরণ, জিএসআইডিপি প্রকল্পের আওতায় ৬ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত কাশিডাঙ্গা ঈদগাহ মিনার ও প্রাচীর নির্মাণ এবং ৬ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে কাশিডাঙ্গা গোরস্থান প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য দবিরুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন: