ফরিদপুরে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৩৫ জন রোগী

মফস্বল ডেস্ক | ১৮ অক্টোবর ২০২৩, ১৭:৪৭

প্রতীকী ছবি
স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন তিন নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার হাসপাতালগুলোতে মৃতের সংখ্যা দাড়াল ৯৩ জনে। 
 
গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩শ ৩৫ জন রোগী। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭শ ৫৬ জন।
 
মারা যাওয়া ব্যক্তিরা হলেন ঝিনাইদহ জেলার হরিপুর এলাকার উজ্জলের স্ত্রী অঞ্জলী(৪০), বাকী তিন জন ফরিদপুর জেলার সদর উপজেলার শিবরামপুর গ্রামের মৃত কাঞ্চন আলীর ছেলে সবদার আলী(৭০), মধুখালী উপজেলার পরীক্ষীতপুর গ্রামের জব্বার খানের স্ত্রী মরিয়াম(৪৮), আলফাডাঙ্গা উপজেলার চরনারানদিয়া গ্রামের সাজিদুল এর ১৩ বছর বয়সী কণ্যা সারমিন।
 
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।
 
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ বছর বয়সের এক মেয়েসহ ৪ জন মারা গেছেন। এছাড়া হাসপাতালটিতে বর্র্তমানে জেলা ও জেলার বাইরের মোট ২শ৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছে। 
 
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩শ ৩৫ জন রোগী। আজ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭শ ৫৬ জন। এবছর জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় মোট ৯৩ জন রোগী মারা গেছেন। 
 
জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৫শ ৩০ জন। এর মধ্যে ১৬ হাজার ৬শ ৮১জন রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন।


আপনার মূল্যবান মতামত দিন: