পুলিশ ব্যারাকে ঝুলছিলো এসআই'র মরদেহ

মফস্বল ডেস্ক | ১৮ অক্টোবর ২০২৩, ১১:৩৭

নিহত পুলিশ সদস্য মিল্টন কুণ্ড

আল সাদি, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ । মঙ্গলবার রাত সা‌ড়ে ৯টায় টঙ্গী পশ্চিম থানার ৬ তলার পুলিশ ব‌্যারাক থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত পুলিশ সদস্যের নাম মিল্টন কুণ্ড । সে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গী পশ্চিম থানায় উপ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন এর পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন নিহত ওই পুলিশ সদস্য। যোগদানের পর থেকেই অন্যমনস্ক হয়ে সব সময় নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন । নিয়মিত তেমন কোন কাজকর্মই করতেন না এই পুলিশ সদস্য ।

পুবাইল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, নিহত মিলটন কুন্ড যখন পুবাইল থানা কর্মরত ছিল তখন সে প্রায়ই অন্যমনস্ক হয়ে থাকতো। সবার থেকে নিজেকে আড়াল করে রাখত। তা‌কে কোন কাজ দি‌লে বল‌তো সে মানসিক সমস্যায় ভুগছে। নিহত মিন্টন কুন্ড গত ৩ সেপ্টেম্বর পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করে ।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, একজন পুলিশ সদস্য মারা গেছে। কাজ করা হ‌চ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন: