আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান বিতরণ করেন নরসিংদী সদর-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম হিরো বীর (প্রতীক) এমপি।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপি।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত দাস, সাবেক সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপেন কুমার সাহা, সাধারণ সম্পাদক স্বীরূপ কুমার সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় সাহা, সাধারণ সম্পাদক রাজিব কুমার সাহা, সহ-সভাপতি বিজয় কুমার সাহা প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষ যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে যার যার ধর্ম এবং দূর্গাপূজার উৎসব পালন করতে পারে সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে। দূর্গাপূজার উৎসব যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে প্রশাসন ও আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান। দুর্গাপূজার প্রত্যেকটি অনুষ্ঠান যেন নির্বিঘ্নে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় সে ব্যাপার আমার সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এসময় প্রধান অতিথি প্রত্যেক পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের হাতে অনুদানের নগদ অর্থ তোলে দেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিলউদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক, ওলিউর রহমান আজিম, এস এম কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, শাখাওয়াত হোসেন মোল্লা, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ রিপন সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন, সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন, সাবেক ভিপি মিয়া মোঃ মঞ্জুর, সাবেক ছাত্র নেতা জুবায়ের আহমেদ জুয়েল, জেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান।
এছাড়াও নরসিংদী শহর, সদর থানা, মাধবদী থানা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
এ বছর নরসিংদী সদর উপজেলার ২টি পৌরসভায় ৩২টি ও ১৪টি ইউনিয়নে ৬৭টি সহ মোট ৯৯টি পুজা মন্ডপের শারদীয় দুর্গাপূজা উদযাপন অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি পূজা মণ্ডপে অনুদান হিসেবে নগদ ২৩,০০০/= (তেইশ হাজার) করে বিতরণ করা হয়।
অপর আরেক অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন এর সভাপতিত্বে নরসিংদী সদর-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সদর উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল এর আওতায় ভেলানগর, নজরপুর, ফারুক আজিজ ও দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ ছাত্তার রেলওয়ে নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য চেয়ার, টেবিল ও বেঞ্চ বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া সহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: