গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ জেলার আশুগঞ্জে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ফিরোজ মিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে কলেজের হলরুমে নবাগত শিক্ষার্থীদের উপস্থিতিতে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ফিরোজ মিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাফি উদ্দিন আহম্মদ।
প্রধান অতিথি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ফিরোজ মিয়া সরকারি কলেজ এ জেলার ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ, এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক শামসুল আলম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক খন্দকার মামুন অর রশিদ প্রমুখ।
এ সময় ফিরোজ মিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আহম্মদউল্লাহ খন্দকারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা। এসময় তাদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে কলেজ কর্তৃপক্ষ।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষা জীবনে উচ্চ মাধ্যমিক পর্যায়ের গুরুত্ব তুলে ধরেন। সকলকে নৈতিক, মানবিক মানুষ হওয়ার আহ্বান জানান। বক্তারা শিক্ষার্থীদের অধ্যবসায়ী হওয়ার জন্য উপদেশ দেন।
আপনার মূল্যবান মতামত দিন: