ঘোড়াঘাটে চালককে হত্যা করে অটো ভ্যান ছিনতাই

মফস্বল ডেস্ক | ১৭ অক্টোবর ২০২৩, ১৮:৪৯

ঘোড়াঘাটে চালককে হত্যা করে অটো ভ্যান ছিনতাই

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মেহেদুল (৫২) নামের এক ব্যাটারীচালিত অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার সিংড়া ইউনিয়নের নারায়ণপুর ডাঙ্গাপাড়া সড়কের পাশে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মূলত ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন সবাই।

নিহত মেহেদুল উপজেলার আবদুল্লাহ পাড়ার মৃত মোফাজ্জল হোসেন প্রধানের ছেলে। তিনি ওই এলাকায় আশ্রায়ন প্রকল্পের ঘরে বসবাস করতেন।

জানা যায়, মঙ্গলবার সকালে সড়কের পাশে ধান ক্ষেতে হাত-পা ও মুখ বাধা অবস্থায় তার মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এর আগে স্থানীয়রা মরদেহটি সনাক্ত করতে না পারলে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে খবর দেওয়া হয়। তার আগেই পরিবার এসে লাশ সনাক্ত করে।

নিহতের স্ত্রী আফরোজ বেগম জানান, অভাবের সংসার একমাত্র উর্পাজনকারী ছিলেন তিনি। যার কারণে অনেক রাত পর্যন্ত ভ্যান চালাত। আমার এত বড় ক্ষতি কে করলো ?

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিহতের ব্যবহৃত ভ্যান উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে আমরা কাজ করছি।



আপনার মূল্যবান মতামত দিন: