গাজীপুর থেকে ৩৫ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারি গ্রেফতার

মফস্বল ডেস্ক | ১৭ অক্টোবর ২০২৩, ১৭:২৭

উদ্ধারকৃত মাদক

আল সাদি, গাজীপুর: গাজীপুর সদরে বিশেষ অভিযান চালিয়ে ৩৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-০১। জব্দ হওয়া মাদকের আনুমানিক মূল্য ৪ লক্ষ ২৬ হাজার টাকা।

সোমবার (১৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাজীপুরগামী বাসে করে এক মাদক ব্যবসায়ী যাত্রী বেশে মাদকের একটি বড় চালান নিয়ে কাপাসিয়া হয়ে গাজীপুরের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পোাড়াবাড়ি র‍্যাব-০১ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন বিপিএম (সেবা) এর নেতৃত্বে গাজীপুর সদরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় বাসে অভিযান চালিয়ে ১। মোঃ রানা (২৪), পিতা-রাজ্জাক মিয়া ২। মোঃ মোশারফ মিয়া মান্না (২৩) নামের দু'জন মাদক কারবারিকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানার বাসিন্দা।

এসময় তাদের কাছ থেকে সর্বমোট সর্বমোট পঁয়ত্রিশ কেজি, পাঁচশত গ্রাম গাঁজা, ০৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ চার হাজার আটশত টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১ স্পেশালাইজড কোম্পানী গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর মো. ইসায়ির আরাফাত হোসেন।



আপনার মূল্যবান মতামত দিন: