সরকারের উন্নয়ন প্রচার ও নৌকায় ভোট চেয়ে অধ্যক্ষ আবুল কালাম আজাদের মতবিনিময়

মফস্বল ডেস্ক | ১৭ অক্টোবর ২০২৩, ১৭:১৭

সরকারের উন্নয়ন প্রচার ও নৌকায় ভোট চেয়ে অধ্যক্ষ আবুল কালাম আজাদের মতবিনিময়
ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারের উন্নয়ন প্রচার ও নৌকায় ভোট চেয়ে অধ্যক্ষ আবুল কালাম আজাদ মতবিনিময় করেছেন।
 
সোমবার (১৬ অক্টোবর) বিকালে উপজেলার মহিমাগঞ্জ ইউপির জীবনপুর যুবসমাজের আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতা, সর্বজনীন পেনশন, গ্রামকে শহরে রুপান্তর, শতভাগ বিদ্যুৎ সুবিধা, পাকা রাস্তা ও সেতু নির্মাণ করেছে। যারা বাংলাদেশের উন্নয়ন, আগ্রযাত্রা ও গণতন্ত্রকে ব্যাহত করতে চায়, তাদের সেই যাত্রা কখনো শুভ হবে না। দেশের মানুষ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পঞ্চমবারের মত ক্ষমতায় দেখতে চায়।
 
বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন শেখের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মানজেদুর রহমান লাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিমাগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মুনসুর রহমান, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি রেজাওনুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  ও আইনজীবী সহকারী আতিকুর রহমান, উপজেলা তাঁতী লীগের সভাপতি ড. আব্দুল মোমিন শেখ রুবেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মূল্যবান মতামত দিন: