ফুলবাড়িয়ায় আওয়ামী লীগের গণ সমাবেশ

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ১৬ অক্টোবর ২০২৩, ২২:০৭

ফুলবাড়িয়ায় আওয়ামী লীগের গণ সমাবেশ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার আয়োজনে সোমবার বিকেলে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শেখ হাসিনার সরকার বারবার দরকার এই প্রতিপাদ্য নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের জয় যাত্রা অব্যাহত রাখতে গণ সমাবেশে বক্তারা বিএনপি জামায়াতের নৈরাজ্য সৃষ্টির পায়তারা নস্যাৎ করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়।

ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিঃ সহ সভাপতি এডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সভ সভাপতি ও পৌঁর মেয়র গোলাম কিবরিয়া, সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, অধ্যাপক মোঃ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কেরামত আলী জিন্নাহ, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, দেওখোলা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ আব্দুল হান্নান, রাঙ্গামাটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান দুলাল, যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জুরুল হক রাসেল,স্বেচ্ছাসেবক লীগের সুজন রতন দে,মোঃ জাহাঙ্গীর আলম, যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জুরুল হক রাসেল প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: