ফের ভূমিকম্প হয়েছে সিলেটে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ও সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে, ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল আসামের মেঘালয়। ভূমিকম্পের সময় সিলেট নগরীর মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তাৎক্ষণিক লোকজন বাসা-বাড়ি, দোকানপাট, মার্কেট ও বিপণী বিতান থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান নেয়।
ভূমিকম্পের সময় সিলেটের নয়াসড়ক এলাকায় থাকা নাসির উদ্দিন বলেন, আমি একটি রেস্টুরেন্টে বসা ছিলাম। হঠাৎ ঝাকুনি অনুভব করলাম। প্রথমে বুঝতে পারিনি ভূমিকম্প। পরে রেস্টুরেন্টে থাকা অন্য মানুষজনসহ আমরা বাইরে বেরিয়ে রাস্তায় নেমে আসি। আল্লাহ বাঁচিয়েছেন।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: