আওয়ামী লীগ সব সময় নির্বাচনের পক্ষে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক: | ২২ জুলাই ২০২৩, ২৩:১৩

সংগৃহীত ছবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় নির্বাচনের পক্ষে। আমরা চাই সংবিধানের মধ্যে থেকে একটা সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু জামায়াত-বিএনপি অপপ্রচার চালিয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়।

শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় পশ্চিম জাফলং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে হাজীপুর মাদরাসা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা সুশীল সমাজ, যুবক-তরুণ ও বিভিন্ন পেশাজীবী মানুষদের সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারা বিএনপি-জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে জনগণের কাছে সত্য তুলে ধরছেন। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে যে উন্নয়নগুলো হয়েছে সেগুলো তৃণমূলে গিয়ে মানুষজনকে জানাতে হবে।

মন্ত্রী আরও বলেন, আমার নির্বাচনী এলাকার জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করাই আমার একমাত্র ও প্রধান লক্ষ্য। তিনি বলেন, আপনারা আমাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমিও এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর