-2023-07-14-23-34-59.jpg)
খুলনার তেরখাদা উপজেলা থেকে একটি ওয়ান শুটারগানসহ মো. বেল্লাল সরদার (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে তেরখাদা উপজেলার খপুরা গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর খুলনার একটি স্পেশাল কোম্পানি।
র্যাব-৬ এর লেফট্যানেন্ট কর্নেল ফিরোজ কবিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনার তেরখাদা এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে তেরখাদা উপজেলার শেখপুরা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মো. বেল্লাল সরদার (৩৭) গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এব্যাপারে তেরখাদা থানায় একটি মামলা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: