-2023-07-06-19-39-03.jpg)
ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে বাক প্রতিবন্ধী শিশু দিয়ান খানের (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ জুলাই) বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। দিয়ান খান উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামের তানজির হায়াত খানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাক প্রতিবন্ধী শিশু দিয়ান খানের বাড়ি ও তার নানা বাড়ি একই গ্রামে। সে মঙ্গলবার বিকালে তার নানা বাড়ির পাশে মোবাইল ফোনে গেইম খেলছিল। সন্ধ্যার পর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্নস্থানে তাকে খুঁজতে থাকে। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের ঘটনায় বুধবার দুপুরে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিকেলে নানা বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।
এ বিষয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) তাহসিন বলেন, একটি শিশুর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে মারা গেল, নাকি অন্য কোনো রহস্য রয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: