লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২

সময় ট্রিবিউন ডেস্ক: | ৪ জুলাই ২০২৩, ০০:২৩

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম তানিম (২২) ও মাইক্রোবাস চালক মো. রাতুল (২৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (২ জুলাই) দিনগত রাত ১টার দিকে রায়পুর পৌরসভার ভূঁইয়ার রাস্তার মাথায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলে সংঘর্ষে তানিমের মৃত্যু হয়। তানিম মোটরসাইকেল চালক ছিলেন।

এদিকে সোমবার (৩ জুলাই) সকালে সদর উপজেলার মান্দারী পূর্ব বাজারে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রাতুল মারা যান। রাতুল মাইক্রোবাস চালক ছিলেন।

নিহত তানিম রায়পুর শহরের দেনায়েতপুরের লেংড়াবাজার এলাকার মাইক ব্যবসায়ী মিজানুর রহমানের একমাত্র ছেলে। অপর নিহত রাতুল কিশোরগঞ্জের সদর উপজেলার হারুয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, তানিম বিকেলে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীর তীরে ঘুরতে বের হন। সেখান থেকে ঘটনার সময় তিনি মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলসহ তানিম পাশের খালে পড়ে যায়। পরে তানিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, নোয়াখালীর চৌমুহনী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক রাতুলের মৃত্যু হয়। গাড়ি দুটি এবং মৃতদেহ পুলিশের হেফাজতে আছে। ট্রাক চালক পালিয়ে গেছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
  1. জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
    জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
  1. হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
    হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
  1. শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
    শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
  1. শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
    শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
  1. চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
    চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
  1. গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
    গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
  1. নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
    নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
  1. শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
    শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
  1. নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা
    নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা