সোনামসজিদ দিয়ে মরিচ আমদানি শুরু

সময় ট্রিবিউন ডেস্ক: | ৪ জুলাই ২০২৩, ০২:১৫

সংগৃহীত ছবি

কয়েকদিন থেকে বাজারে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী। দেশের কোথাও কোথাও ১০০০-১২০০ টাকা কেজিতেও কাঁচা মরিচ বিক্রির খবর পাওয়া গেছে।

তবে রোববার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করার পরে দাম অনেকটা কমে এসেছে। এবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়েও মরিচ আমদানি শুরু হয়েছে।

সোমবার (৩ জুলাই) সকাল থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এ মরিচ আমদানি শুরু হয়। এরইমধ্যে মরিচ ভর্তি ৩টি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল থেকে এখন পর্যন্ত ৩১ টন মরিচ স্থলবন্ধরে প্রবেশ করেছে। তবে আরও আসবে সন্ধ্যার পরে সারাদিনের হিসেব জানা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: