ঈদে সাতক্ষীরা জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সাতক্ষীরা প্রতিনিধি | ২৬ জুন ২০২৩, ২৩:০৬

ছবি- সংগৃহীত

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা পালনে সাতক্ষীরা জেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহণ করেছে।

এ নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচিতে রয়েছে জেলার প্রধান প্রধান সড়কে তোরণ নির্মাণ ও সৌন্দর্যবর্ধন।

এছাড়াও, ঈদের দিন সকালে সুর্যোদয়ের সাথে সাথে জেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

এরপর, সকাল ৭:৩০টায় কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত এবং ৮.০০টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

কোরবানি শেষে বর্জ দ্রুত সময়ে অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। পশুর চামড়া লবণ দিয়ে যথাযথভাবে সংরক্ষণের জন্য অনুরোধ করা হয়েছে।

ঈদের দিন দুপুরে হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনের নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়াও, ঈদের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সুবিধাজনক সময়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা এবং ঈদের পরে শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের ঈদ পুনর্মিলনী আয়োজন করার কথা বলা হয়েছে কর্মসূচিতে।



আপনার মূল্যবান মতামত দিন: