বগুড়া শহরের রাজাবাজর ও ফতেহআলী বাজারে পাঁচ মসলা ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৫ জুন) বিকেল ৫টার দিকে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ঈদকে সামনে রেখে বগুড়ার দুই মসলার বাজারে অভিযান চালানো হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করায় ও ক্রয় রশিদ না থাকায় পাঁচ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের ভেজাল মসলা বিক্রি থেকে বিরত থাকতে ও অতিরিক্ত মূল্যগ্রহণ না করার জন্য সতর্ক করা হয়েছে।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: